Legal Question in Family Law in Bangladesh
আমি বতমানে সৌদি আরবে কমরত আছি। বিগত ৩১/১২/২০০৪ ইং তারিখে বিয়ে করি বিবাহের ২ দিন পর বাসর ঘর থেকেই তার ব্যবহারে আমি অসন্তুষ্ঠ হই এবং আমার পরিবারের কারো সহিত সদাচরন ছিলনা এমনকি আমার মায়ের সাথেও ভাল ব্যবহার করতনা। এব্যপারে আমি আমার মুরব্বীদেরকে অবহিত করি ওনারা আমাকে এই বলে সান্তনা দিতে থাকে যে ও এখনো নতুন তাছারা শহড়ের মেয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই ভাবে তিন মাস পার হয়ে গেল এবং আমি পুনরায় সৌদি আরবে চলে আসি। এমতবস্থায় ৬ মাস পার হয়ে যায় এরি মধ্যে জানিতে পারিলাম যে সে অন্তসথ্য। এদিকে আমিও ভীষন অসুস্থ হয়ে পরি এবং ছুঠি নিয়ে দেশে চলে আসি চিকিৎসার জন্য। আসার ১ মাস পর আমার বড় ছেলের জম্ম হয়। দেশে ৩ মাস থাকার পর আমি পুনরায় বিদেশে চলে আসি। দেশে গিয়ে শুনতে পেলাম যে আমার মা ভাই বোনের সাথে তার আচরন আরো খারাপ হয়ে যায় এমনকি আমার মাকে সে কখনও মা বলে ডাকে নাই। এমতবস্থায় আমি চিন্তা করি যেভাবে হোক আমি যদি ওকে এখানে নিয়ে আসতে পারি তাহলে বুঝিয়ে ঠিক করতে পারব। অনেক চেস্টা করার পর ২,৫০,০০০ টাকা দিয়ে মা ছেলে দুই জনের জন্য ভিসা নেই। এখানে নিয়ে আসার পর আমি যখনই তাকে বুঝাতে চেস্টা করি তখন সে আমার মা বোনের দোষ দেখিয়ে আমাকে চুপ করিয়ে দিত। আমার প্রতি তার কোন ভালবাসা নেই। যৌন সম্পকে অনীহা। আমি যখনই তার সাথে যৌন সম্পক করার চেস্টা করতাম তখন সে বিভিন্ন অযুহাত দেখিয়ে এরিয়ে যেথে থাকে। যৌন মিলনে তার কোন আগ্রহই নেই। এ নিয়ে তার সাথে আমার অনেক কথা কাঠাকটি হয়। এমতবস্থায় দীঘ ৫ বৎসর গত হয়ে যায়। এরি মধ্যে আমার দিথীয় ছেলের জম্ম হয়। সে ছেলের জম্ম হতেই আমার প্রতি তার অবহেলা আরো দিগুন হয়ে যায়। তখন আমি দেশে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং দেশে যওয়ার পর আমি আমার বড় বোন ও দুলাভাইকে এ ব্যপারে একটা বিহিত করতে বলি। ওনারা পরে আমার শাশুরী আম্মাক বিস্তারিত খুলে বলে এবং তিনিও তাদের সাথে হাঁ মিলিয়ে মেয়েকে বকাঝকা করতে থাকেন। এরি মধ্যে আমার ছুঠি শেষ হয়ে গেলে আমি পুনরায় চলে আসার জন্য প্রস্তুত হই। এবং সেও আমার সাথে চলে আসার জন্য পায়তারা করতে থাকে এমতবস্তায় আমি তাকে বল্লাম যদি তুমি শপৎ কর যে তুমি আমার কথা মতো চলবে এবং আমাকে মন প্রান দিয়ে ভালবাসবে তাহলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। সে আমার কথায় রাজি হয়। পরক্ষনে সবার জন্য টিকেট করে আমার সাতে নিয়ে আসি।
এখানে আসার পর থেকে তার মুখে কোন হাসি নেই সব সময় গুমরা মুখ করে রাখে কোন কথা জিজ্ঞেস করে সদুত্তর পাওয়া যায় নাই। পপপপরে আমি রাগ করে তার সাথে ১৫ দিন পযন্ত কথা বলা বন্ধ করে দেই সেও আমার সাথে কোন কথা বলেনা। একদিন কাজ শেষে বাসায় আমি বিষন অসুস্থ হয়ে পরি সে কিন্তু আমাকে একটু জিজ্ঞাসা করল না এমনকি গায়ে হাত দিয়েও দেখলনা তখন আমার খুব রাঘ হয় ওপায়ন্তর না ওর গায়ে হাত তুলতে বাধ্য হই । পরক্ষনে আমি নিজেই অনেক অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিই। তাকে বুঝাই যে দেখ এখানে আমার মা ভাই বোন কেউ নেই এখানে শুধু আমি তুমি আমাদের দুই সন্তান এখানে আমরা মিলেমিশে সুখের সংসার। তাতেও কোন কাজ হয়নি গায়ে হাত তোলার পর থেকে সে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলা বন্ধ করে দেয়। এমতবস্তায় প্রায় ২ মাসের ও অধিক আমাদের সাথে কোন কথা বাতা হয় নাই বতমানে সে আমাকে ভালবাসা তো দুরে থাক সে রিতিমত আমাকে ঘৃনা করে। এইভাবে সংসার করার চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়া দুই জনের জন্য অনেক মঙ্গলজনক হবে। তাই আমি তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিলাম। বাংলাদেশের প্রচলিত আইনের আলোকে আমার যা করনিয় আমি তা করতে প্রস্তুত। আমার দুই ছেলে যদি তার কাছে থাকে তাহলে তাদের ভরনপোষন আমি বহন করব।
এখন আমার প্রস্ন কিভাবে আমি তাকে তালাক দিতে পারব।
1 Answer from Attorneys
Dear,
You better come back Bangladesh for a period of at least 15 days; so that you can comply all legal formalities in a smooth manner through a professional lawyer. Since you are willing to provide necessary all maintenance, legal difficulties could be avoided easily.
Wish your best,
Anamul, Advocate